যে কোনও কোম্পানি একজন Smart লোককেই Hire করতে চায়। যে কোনও মেয়েই চায় একজন Smart ছেলেকে তার নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেঁছে নিতে। এমনকি স্কুল বা কলেজ এ তারই সবচেয়ে বেশি বন্ধু থাকে, যে Smart হয়। আর সে বিজনেসম্যানই সবচেয়ে বেশি ডিল করতে পারে যে Smart হয়। এবারে এই Smart জিনিসটা আসলে কি ?? কীভাবে আমরা ঠিক করি যে কেও Smart নাকি Unsmart ! যে মানুষটি সবার চোখে এমনকি নিজের চোখেও চরম Unsmart, সে চাইলেও কি নিজের মধ্যে Smartness গরে তুলতে পারে ? এই রকম কি কোনও উপায় আছে ? এই সমস্থ প্রশ্নের উত্তর আজ আপনি এই পোস্ট থেকে পেতে চলেছেন।
কিছু Particular Personality Tricks রয়েছে, যেগুলো যদি কোনও এক জনের মধ্যে উপস্থিত থাকে, তাহলে আমরা সেই মানুষটাকে Smart বলে থাকি। এইবার যদি আপনি Personality Word টির উৎস দেখেন, তাহলে এইটার উৎস Latin Word "Persona" থেকে, যার মানে মুখোশ। তারমানে Smart হতে হলে আপনাকে কিছু ধরনের মুখোশ আপনার উপর চরাতে হবে। এইবার প্রশ্ন হল, Smart হতে হলে কোন কোন মুখশগুলো আপনার ওপর চরাতে হবে ? তার জন্য এই SMART word টাকেই একটা according হিসেবে ধরা যায়।
S⇛SENSIBLE
Smart তাদেরই বলা হয়, যারা Sensible হয়, তারা জানেন যে কখন কোথায় কি বলা উচিৎ আর কখন কি বলা উচিৎ না। বা কোথায় কি ধরনের পোশাক পড়া উচিৎ, বা পড়া উচিৎ না। কীভাবে Smile করা উচিৎ, কীভাবে ব্যাবহার করা উচিৎ। এক কথায় Sensible তাদের বলা হয়, যারা Situation অনুযায়ী বুজে যে কোন জিনিসটা করা উচিৎ আর কোন জিনিসটা করা উচিৎ না। যদি আপনি এই অভ্যাসটাকে নিজের মধ্যে আনতে চান তাহলে সবার আগে আপনাকে "Think Before You Act" এই অভ্যাসটাকে আগে নিজের মধ্যে গড়ে তুলতে হবে।
M⇛ MATURE
একজন Mature আর একজন Immature লোকের মধ্যে সবচেয়ে বড় তফাত হলো, একজন Immature মানুষ সব সময় তার Feelings এর according এ Act করে। কিন্তু একজন Mature মানুষ সব সময় তার Wisdom এবং Knowledge এর ওপর Act করে। একজন Immature মানুষের সাথে যদি খারাপ কিছু বা অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, সে তখন সাথে সাথেই চিল্লাচিল্লি, কান্নাকাটি করতে শুরু করে দেয়। ঠিক যেমনটা বাচ্চারা করে থাকে। অন্য দিকে একজন Mature মানুষ কখনই এই রকম করে না সাথে সাথে। তারা ঠাণ্ডা মাথায় আগে ভাবে, তারপর ঠিক করে কি করা উচিৎ, বা কি করলে এই সমস্যা তার সমধান হবে।
A⇛ ATTENTIVE
Present মোমেন্টে নিজেকে মনে রাখাই হচ্ছে ATTENTIVE. কারন তখনই একমাত্র Situation অনুযায়ী বেষ্ট Action নেওয়া সম্ভব। নয়ত তখন যদি আপনার মন Past ওথবা Future এর মধ্যে হারিয়ে থাকে, তখন আপনি কোনোভাবেই Present মোমেন্টে নিজের ১০০% Effort দিতে পারবেন না। কারো সাথে কথা বলার সময় আপনি যদি অন্য দুনিয়াতেই হারিয়ে পড়ে থাকেন, তাহলে স্বাভাবিক সাম্ননের জন কি বলছে, তা আপনি ঠিকমতো শুনতে পাবেন না। আপনার মধ্যে যদি আপনি এই Attentive নিয়ে আস্তে চান তাহলে আগে আপনাকে নিজের মন কে নিজের Control এ নিয়ে আসতে হবে।
R⇛ RELAX
কারো সাথে কথা বলতে গিয়ে আপনি যদি নারভাস হয়ে পরেন, তাহলে লকে আপনাকে Unsmart বলবে। আর যদি আপনি এই Nervousness এর মূল কারণটা লক্ষ করেন, তাহলে আপনি দেখতে পারবেন, যখন আপনি নিজের মনে নিজের থেকেও অন্য কাওকে ওপরে বসিয়ে দেন, তখন সেই লোকটার সাথে কথা বলতে গিয়ে আপনি Nervous হয়ে পরেন। তো এই কথাটি ভালো ভাবে জেনে নিন যে, এই পৃথিবীতে কোনও মানুষই PERFECT না। যদি সে কিছু জিনিসে আপনার থেকে ভালো হয়, তো আপনিও তার থেকে কিছু জিনিসে BETTER. তাই কাওকে ওপরে না নিচে বসানোর কোনও দরকার নেই। নিজেকে সবার সাথে সমান মনে করে চলুন। তখনই একমাত্র আপনি সবার সাথে Relax হয়ে কথা বলতে পারবেন।
T⇛ TALENTED
Talented মানে সেই, যে অন্যদের তুলনায় দ্রুত কোনও কাজ শিখে নিতে পারে। এইবার যদি আপনি কোনও কিছু শিখতে চান, তো তার জন্য দরকার আপনার একটা Sharp Memory. Memory ছাড়া কি আপনি কোনও কিছু শিখতে পারবেন? যদি মনেই না রাখতে পারেন তাহলে শিখবেন কি করে ! তাই যদি Smart হতে হয় তাহলে আগে আপনকে আপনার Memory পাওয়ারটাকে Strong করতে হবে। এইবার মনে রাখতে পারা, এইটা ও একটা Skill এর মধ্যে পড়ে। মানে Practice এর মাধ্যমে যে কোনও কেউ Master হয়ে উঠতে পারে। যদি আপনি আপনার Memory কে Strong করে তুলতে চান, তাহলে আপনি আপনার মোবাইল এ Different Different Game খেলতে পারেন। যেমন ধরুন দাবা খেলতে পারেন। যত বেশি আপনি আপনার Memory Power টাকে Exercise করতে পারবেন, আপনার মেমোরি ও ততো বেশি Strong হতে থাকবে।
তো আপনাকে SMART হতে হলে আপনাকে প্রতিদিন এই ৫টি Habits follow করতে হবে।
1. Think Before You Act.
2. Book Reading.
3. Meditation.
4. Spoken English Practice.
5. Brain Games.
& Listen........
Don't be The Same
Be Better !!
-------------------------------------🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂-----------------------------------


0 Comments