এইযে কিছু বিষাক্ত টাইপের লোকজন আছেন না, এনারা না অনেকটা পচা ফলের মতো হয় 😉। এদের সাথে আমরা বেশি সময় থাকলে মনে হয় যেন আমারাও ভিতর থেকে পোঁচতে শুরু করে দি😗। এইবার কিছু ক্ষেত্রে আমারা এদের থেকে দুরেও থাকতে পারি না আবার এনারা অনেক সময় দেখা যায় আমাদের ঘরেই বা কলেজে বা অফিসে থাকে। কখনও কখনও তো মনে হয় GOD ওই মানুষটিকে বাঁচিয়ে কেন রেখেছে!! শুধু যদি এই মানুষটা একবার পটল তোলে, তাহলে কত মানুষইনা মন থেকে খুশি হবে। এইবার যাইহোক এদের সাথে Deal তো করতেই হবে। এদের সাথে Deal করার সঠিক পদ্দতিটা কি? কিভাবে আমারা এই বিষাক্ত লোকগুলোর চরম নেগেতিভিটির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি ? সেটাই আমি আজ এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি আপনি এই টেকনিকগুলো আপনার নিজের লাফই এ আপ্পলাই করে নিতে পারেন তাহলেই ওই সব বিষাক্ত লোকদের বিষ, নেগেতিভিটি আপনার ওপর কনো প্রভাব ফেলতে পারবে না।

Idea #1 :- Don't Try To Fix Them

যখনি আমারা এই বিষাক্ত মানুষগুলোর সামনে আসি তখনই আমাদের মনে হয় যে, হে ভগবান এই মানুষটি এই রকম কেন ? ঈশ মানুষটি যদি একটু শুধরে যেত ! যেটাই আমাদের করা সব থেকে বড় ভুল। কারন এই পৃথিবীতে শুধু এবং সুধুমাত্র একটা মানুষকেই চাইলে আপনি বদলাতে পারেন। আর সেটা হল নিজেকে। জেই মুহূর্তে আপনি অন্নকে শুধরানোর কথা ভাববেন বা চেষ্টা করবেন সেই মুহূর্ত থেকে আপনার মধ্যে Frustration কাজ করতে শুরু করবে। কারন অন্য কারো পরিবর্তনের ওপর আপনার ০% Control রয়েছে। আর যে জিনিসটার ওপর আপনার ০% Control রয়েছে সেই জিনিসটাকে যদি আপনি Control করার চেষ্টা করতে শুরু করেন তাহলে তো আপনার Frustrate হওয়াটা স্বাভাবিক। 




তো এই বিষাক্ত মানুষগুলোর সাথে Deal করার বেস্ট উপায় হলো এটা মেনে নেওয়া যে, ওই লোকটা যেমন আছে তেমনই থাকবে, ও কখনও সুধরাবে না। বিড়াল তো ইঁদুর দেখলে ধরবেই, তা আমি আর আপনি যতই বিড়ালকে বকাবকি করি না কেন। কারন এইতা বিড়াল এর সভাব। ঠিক এই রকমি বিষাক্ত মানুষগুলোর সভাবই এই রকম হয়ে যায়, যারা যেইখানে যায় সেইখানেই তাদের বিষ ছড়াতে শুরু করে দেয়। যখনই আপনি এই সত্যি মন থেকে মেনে নিতে পারবেন ঠিক তখনই আপনার ভিতরের একটা লড়াই সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর আপনার নিজের ভিতরের একটা শান্তি অনুভব করতে পারবেন।

Idea #2 :- Change Yourself

ওই বিষাক্ত লকগুলোর ওপর আপনার Control ০% হতে পারে, কিন্তু আপনার ওপর আপনার নিজের Control 100% হওয়া উচিৎ। আপনার এচ্ছে আপনি গোবর দেখে মনে মনে কি বলতে চান। আপনি চাইলে এইটাও বলতে পারেন ঈশ কি জঘন্য , আবার আপনি এইটাও বলতে পারেন, কি কাজের জিনিস এইতা তাইনা। কত অসঙ্খ গরীব মানুষের ঘরে প্রতিদিন চুলো জলে সুধুমাত্র এই গোবর এর জন্য।

 ঠিক এই রকমই ওই বিষাক্ত মানুষগুলোর সঊস্পরশে আসা মাত্রই প্রথমে একটা গভীর শাঁস নিন তারপর নিজের মনের ভিতরের চিন্তা ভাবনাগুলকে ভালোভাবে লক্ষ করুন। কারন যেমনটা আপনি ভাববেন ঠিক তেমনটাই আপনি অনুভব করবেন। তো আপনি যদি নিজেও মনে মনে নেগেটিভ কিছু ভাবতে শুরু করে দেন তাহলে ওই বিষাক্ত লোকগুলির বিষ আপনার ওপর ভারি হয়ে উঠতে থাকবে।
তাই এটি অত্যন্ত জরুরী, যখনই আপনি ওই বিষাক্ত লোকগুলির সামনে আসছেন তখন থেকে আপনি Positive কিছু ভাবা শুরু করুন।

Idea #3 :- Learn To Say No  

এই বিষাক্ত লোকগুলি থেকে আপনি যত বেশি দূরে থাকতে পারবেন ততো বেশি আপনার জন্য ভালো। এইজন্ন যতটুকু না থাকলেই নয় ততো টুকুই তাদের সাথে থাকুন। এইবার অনেকেই আছেন যারা মুখের ওপর না বলতে পারেন না, জানি কিন্তু এই মানুষটি বিষাক্ত , এর সাথে বেশি সময় কাটালে এর বিষ আমার ওপরেও পরা শুরু করবে, কিন্তু সেই মানুষটাই যদি এসে বলে চল ভাই একটু পার্ক দিয়ে হেঁটে আসি।তাও তাকে না বলতে পারে না। এচে এই ধরনের মানুসগুলো আরও মাথার ওপর চড়ে বসে। কারন তারা বুজে যায়, এ কখনও কাওকে মুখের ওপর না বলতে পারে না। শুধু হ্যাঁ তে হ্যাঁ মিলায়।

সেই কারনে তারা এই জিনিসটার ও সুবিধা নিতে শুরু করে। তো আপনাকে এই বিষাক্ত মানুষগুলোকে মুখের ওপর না বলতে শিখতে হবে। আপনাকে ধীর ভাবে বলতে হবে, না রে ভাই আজকে যেতে পারবো না, কাজ আছে। তো এই রকম কোনো সুযোগ ছারবেন না যেইখানে আপনি ওই বিষাক্ত মানুষগুলোকে না বলতে পারবেন। যাতে আপনাকে তাদের সাথে মিনিমাম টাইম স্পেন্ড করতে হয়। তো এখন যদি পুরা পোস্টটির Summary আপনাদের বলি তাহলে বলবো ওই বিষাক্ত মানুষগুলোর হাত থকে রক্ষা পেতে হলে আপনদেরকে এই ৩টি জিনিস খেয়াল রাখতে হবেঃ-

1.Don't Try To Fix Them
2.Change Yourself
3.Learn To Say "NO" 

 ✋✋✋✋