যখন কেউ আপনাকে অপমান করে, তখন তার অপমান করার পিছনে একটাই উদ্দেশ্য থাকে, আপনাকে রাগিয়ে তোলা। এইবার সেইটা মজার জন্যেই হোক বা সিরিয়াসলি হোক। আসল উদ্দেশ্য থাকে আপনি যেন তার কথায় রেগে গিয়ে উলটা পালটা কিছু একটা রিয়েক্ট করেন। কারন আপনার রিয়েক্টাই তার কাছে এন্টারটেইনমেন্ট। কোনও দিন কি দেখেছেন একটি মানুষ কোনও গাছ কে গিয়ে ইনসাল্ট করেছে ? না। কেনো ? কারন গাছ কোনও Reaction ই দেয় না। আর যাকে ইনসাল্ট করা হচ্ছে সে যদি কোনও Reaction ই না দেয় তাহলে ব্যাপারটা আসলে একদমই জমে না। গাছের কাছে Reaction দেওয়ার কোনও Option নেই। কিন্তু আপনার কাছে React করার ৩টি Option আছে।

1st Option
আপনি রেগে গিয়ে উলটা পালটা কিছু একটা জবাব দিলে। এতে আর কিছুই হলো না , যে আপনাকে ইন্সাল্ট করলো, সে আপনার কাছে ঠিক যেইটা চাইছিল আপনি ঠিক তাই করলেন। অর্থাৎ আপনার এই Reaction এর মাধ্যমে তাকে আরও Insult করার জন্য তো Motivate করলেনই, তার সাথে সাথে নিজেকেও তার সমান লেভেলে নামিয়ে আনলেন। আর এতে আপনার সব থেকে বড় ক্ষতি যেটা হলো, আপনি তাকে পারমিশান দিয়ে দিলেন, আপনাকে Heart করার এবং আপনাকে বাজে ফিল করানোর, যেটা সে সাধারণত করতে চায়। এই Option টি সব চেয়ে Easy & Tempting তাই Self-Control না থাকার কারনে আমাদের মধ্যে বেশিরভাগই মানুষই এই Option বেছে নি

2nd Option 
আপনি ঠিক সেই গাছের মতো হয়ে গেলেন। কোনও Reaction দিলেন না।  অর্থাৎ তার কথায় আপনি কোনও Reaction ই দিলেন না। সে আপনাকে Insult করার আগেও ঠিক যেমন ছিলেন Insult করার পর ও ঠিক তেমনই থাকলেন। এমনকি কোনও রকম Facilitation Action ও দিলেন না। মানে আপনি কথাটি শুনেনইনি এমন ভাবে রইলেন। এতে কি হবে আপনার দিক থেকে কোনও রকম উৎসাহ না পাওয়ায় যে আপনাকে অপমান করার চেষ্টা করছিল, সে র আপনাকে কোনও রকম অপমান করার বা রাগানোর চেষ্টা করবে না। সে নিজে থেকে চুপ হয়ে যাওয়া বাধ্য। কারন আপনিই ভাবুন না গাছকে Insult করে কি মজা। কেন সে বেকার বেকার নিজের Energy নষ্ট করবে।

3rd Option 
  সেই Insult কে Humor Convert করা, রাগার পরিবর্তে বরং হেঁসে উঠা। এর ফলে কি হলো যে আপনাকে রাগাতে চায় সে আসলে আপনার কাছ থেকে যা চেয়েছিল ঠিক তার বিপরিত টা আপনি তাকে Return করছেন। অর্থাৎ খুশি হয়ে যাওয়া। যেইটা আপনার Intenser এর কাছে সবচেয়ে বেশি Demotivated. আর এইটা আপনার Intenser দের দ্রত মুখ বন্ধ করার সবচেয়ে বেষ্ট অপশান। এই অপশান যেহেতু বেষ্ট অপশান, সেহেতু এই অপশানটি রেসপন্স করার জন্য Requirement ও একটু বেশি। এই অপশানটি রেসপন্স করার জন্য আপনার মধ্যে তিনটি Qualities Develop করতে হবে।

১। নিজের INSECURITY গুলো থেকে উপরে উঠা।
২। নিজের ওপর নিজের হাঁসতে শেখা।
৩। নিজের Sense Of Humor টিকে বাড়িয়ে তোলা।  




Do not take life too seriously. 
you will never get out of it "alive".
                                                                  ----"Elbert Hubbard"